শখের বশে গেমার থেকে গেম ডেভেলপার

শক্তি ফিরে পাওয়ার পরই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে

ছবি : ইন্টারনেট

ফিচার

শখের বশে গেমার থেকে গেম ডেভেলপার

  • মেহেদী হাসান গালিব
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০১৮

আর দশটি সাধারণ শিশু-কিশোরের মতো সাব্বিরের মধ্যেও গেম খেলার নেশাটা জেঁকে বসেছিল সেই ছোটবেলায়। কিন্তু শুধু গেম খেলাতেই সীমাবদ্ধ ছিল না তার গণ্ডি। এই গেমগুলো কীভাবে বানানো হয়, কীভাবে এগুলো কাজ করে- এসবেও ছিল সাব্বিরের অদম্য কৌতূহল। এই কৌতূহলের হাত ধরেই গেমার থেকে গেম ডেভেলপার হয়ে ওঠেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান সাব্বির।

বিশ্ববিদ্যালয়ে ওঠার পর সাব্বির পরিচিত হন বড় ভাইদের পরিচালিত একটি গেম ডেভেলপিং গ্রুপ ‘স্টুডিও গোল্লাছুটে’র সঙ্গে। সেই সূত্রেই তার পরিচয় স্টুডিও গোল্লাছুটের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফার সঙ্গে। তাকে নিজের ইচ্ছা ও কৌতূহলের কথা জানান সাব্বির। তিনি সাব্বিরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিতে শুরু করেন। সাব্বিরের জীবনে শুরু হয় একটি নতুন পথচলা। এই পথচলায় সাফল্যের ঝুলিতে সম্প্রতি যুক্ত হয় গেম ‘সকার লেজেন্ড’।

তখনো শুরু হয়নি ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮। তবে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ঠিক সেই মুহূর্তে একটি গেম বানানোর কথা ভাবেন সাব্বির। তার ইচ্ছা ছিল গতানুগতিক ধারার ফুটবল গেমের বাইরে ভিন্ন ধাঁচের একটি গেম। সাব্বির তার আইডিয়ার কথা জানান গোলাম মোস্তফা ভাইকে। তার অনুপ্রেরণা ও পরামর্শেই গেম বানাতে শুরু করেন সাব্বির। এতে হিউম্যান মডেল ও অ্যানিমেশনের কাজ করেন আহসান উজ জামান।

received_2174108955951235

মাহমুদুল হাসান সাব্বির

গেমটির প্রতিটি লেভেলে একটি করে টার্গেট দেওয়া থাকে। টার্গেটে শট নিতে পারলে তার বিনিময়ে পয়েন্ট দেওয়া হয়। অর্জিত পয়েন্টের ওপর ভিত্তি করে পরবর্তী লেভেলগুলো আনলক করতে হয়। মজার ব্যাপার হলো, বাস্তব জীবনের মতোই গেমটির প্রতিটি শটে আপনার শক্তি খরচ হবে এবং শক্তি শূন্য হয়ে গেলে গেমটি আর খেলা যাবে না। সেক্ষেত্রে শক্তি ফিরে পাওয়ার জন্য নিতে হবে বিশ্রাম। অর্থাৎ কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হবে। শক্তি ফিরে পাওয়ার পরই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তখন আবার আপনি খেলতে পারবেন গেমটি। এ ছাড়া অন্য গেমারদের সঙ্গে নিজের তুলনা করার জন্য থাকবে লিডারবোর্ড, সেখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার গ্লোবাল র্যাংকিং।

সকার লেজেন্ড প্রকাশ করা হয় ১২ জুন ২০১৮। মাত্র ২৪.২৭ মেগাবাইটের এই এন্ড্রোয়েড মোবাইল গেমটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে। গেমটির বর্তমান প্লে-স্টোর রেটিং ৪.৮৩। অবসরে সময় কাটানোর জন্য নিঃসন্দেহে একটি ভালো উপকরণ এই গেমটি।

অ্যাপ ডেভেলপিংয়ের তুলনায় গেম ডেভেলপিংয়ের চর্চাটা আমাদের দেশে খানিকটা কমই বলা চলে। তার ওপর আবার পার্শ্ববর্তী দেশগুলো গেম ডেভেলপিংয়ে তুলনামূলক অনেকখানি এগিয়ে। তবে আশার কথা হলো, আমরা থেমে নেই। আমরা এগিয়ে চলেছি প্রতিটি মুহূর্তে। আমাদের দেশের তরুণরা এখন আন্তর্জাতিক মানের গেম বানাচ্ছেন, নিশ্চিত করছেন বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। হয়তো বা সেদিন আর বেশি দূরে নেই, যেদিন আমাদের দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা গেম খেলার চেয়ে বেশি সময় কাটাবে গেম বানানোয়। অন্যের গেম না খেলে খেলবে নিজের বানানো গেম। আমরা সবাই সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads