লৌহজংয়ে বন্যার্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লৌহজংয়ে বন্যার্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর, ২০২০

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৬১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের তত্ত্বাবধানে দীপ্ত ঊনিশ বীর ইউনিট উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বন্যাদুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ৯৯ কম্পোজিট ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ ও দীপ্ত ঊনিশ বীরের সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান।

এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগে ত্রাণ নিতে আসা ব্যক্তিদের সাবান দিয়ে হাত ধুইয়ে মাস্ক ও হ্যান্ডগ্লোভস পরিধানের ব্যবস্থা রেখেছে সেনাবাহিনী। বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল- চাল, আটা, সুজি, ডাল, লবণ ও সয়াবিন তেল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads