লিজা ও সাব্বিরের কণ্ঠে উন্নয়নের গান

গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সঙ্গীতশিল্পী লিজা ও সাব্বির

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

লিজা ও সাব্বিরের কণ্ঠে উন্নয়নের গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০১৮

‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে/এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গণতন্ত্রের শক্তিতে/আজ আমরা উন্নয়নের মহাসড়কে/আজ আমরা স্বপ্ন জয়ের পথে বিশ্বজয়ের অভিমুখে’- এমন কথার গানটি লিখেছেন গীতিকার সুজন হাজং এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সঙ্গীতশিল্পী লিজা ও সাব্বির। গানটি শুক্রবার রাতে রেকর্ড করা হয়।

গীতিকার সুজন হাজং গান প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তরুণ এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে এই গানটি ব্যাপক সাড়া ফেলবে বলে আমি বিশ্বাস করি।

সরকার সুমন কল্যাণ বলেন, মূলত গীতিকারের ব্যক্তিগত আগ্রহ থেকে গানটি করা। আমি গানের মানুষ। সরকারের উন্নয়নের কথা গানে গানে মানুষের কাছে পৌঁছে দিতে গীতিকারের এই প্রয়াস সফল হোক সেটা কামনা করি।

১২ ডিসেম্বর এই গানটি গীতিকার সুজনের ব্যক্তিগত ইউটিউবসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads