লিজার আক্ষেপ

সংগৃহীত ছবি

শোবিজ

লিজার আক্ষেপ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২১

২০০৮ সালে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম হয়ে সংগীতে ক্যারিয়ার শুরু। এরপর ১২ বছর ধরে গান করছেন। মৌলিক গানের সংখ্যা ছাড়িয়ে গেছে হাজারের উপর। এর মধ্যে আছে সলো ও মিক্সড গান। তার মধ্যে পঞ্চাশটির বেশি গান গেয়েছেন সিনেমায়। বলছি জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কথা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সানিয়া সুলতানা লিজা বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এই শিল্পী চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে কিছুটা আক্ষেপের সুরে জানান, ‘প্রত্যেক আর্টিস্টের ফিল্মে গাওয়ার একটা স্বপ্ন থাকে। কারণ এখানে গাওয়ার বিষয়টি অনেক চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত সিনেমায় পঞ্চাশটির মতো গানে আমি কণ্ঠ দিয়েছি। সিনেমায় গাওয়ার খুব কম সুযোগ আমরা পাচ্ছি। কারণ যে পরিমাণ বাংলা ছায়াছবি আমাদের পাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না।’

লিজা বলেন, ‘অনেক সময় সিনেমায় গাওয়ার প্রস্তাব পাই, কিন্তু দেখা গেল গানের কথা সুর কোনো কারণে পছন্দ হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে গাইছি না। কিন্তু আগের যে স্বর্ণালি যুগটা, সেটা আমাদের জেনারেশন খুব মিস করছি।’

গানের সঙ্গে ভিডিও কতটুকু জরুরি মনে হয় এই সময়ে? লিজা উত্তরে বলেন, একটা সময়ে অটোগ্রাফের যুগ ছিল। তারকাদের অটোগ্রাফের জন্য লাইন লেগে থাকতো। এখন কিন্তু অটোগ্রাফের চেয়ে ফটোগ্রাফ বেশি চায় সবাই। অবস্থার পরিবর্তন হয়েছে। গান এখন শোনার পাশাপাশি মানুষ দেখতেও চায়। কিন্তু আমি এটা বলছি না যে, অডিওর চেয়ে ভিডিওর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তবে অবশ্যই ভিডিও সময়ের দাবি। আর গানের কথা, সুর ও গাওয়ার ধরনের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে। এরপর ভিডিও নিয়ে ভাবা যায়। অডিওকে গুরুত্ব না দিয়ে শুধু ভিডিওকে গুরুত্ব দিলে সেটার মান থাকবে না, এটাই স্বাভাবিক। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? লিজা বলেন, এখন খারাপও না। খুব ভালোও না। ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। কোম্পানিগুলোও শিল্পীদের ভালো গান প্রকাশ করছে। আবার শিল্পী নিজেও তার গান প্রকাশ করতে পারছে। আমিতো মনে করি এখন শিল্পীরা আগের চেয়ে বেশি স্বাধীন। কারণ, কারো ওপর নির্ভর হয়ে থাকতে হচ্ছে না। স্বত্ব রেখে নিজের গান নিজেই প্রকাশ করতে পারছে। তাই ইন্ডাস্ট্রি সামনে আরো ভালোর দিকে যাবে বলেই আমার বিশ্বাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads