লালমনিরহাটে অভাবি কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লালমনিরহাটে অভাবি কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে, ২০২১

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি গ্রামের অভাবি কৃষক খোরশেদ আলম (৪৫) এর ধান কেটে দিয়েছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২১মে) সকালে ওই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।

ধান কাটায় অংশ নেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, আব্দুল হান্নান শেখ, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোত্তাবেল খন্দকার, সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজীসহ যুবলীগের অর্ধশত নেতাকর্মী।

কৃষক খোরশেদ আলম বলেন, শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলাম না তখন হঠাৎ এসে তারা আমার ধান কেটে বাড়িতে এনে দিলেন। যুবলীগের এমন জনহিতকর কর্মকান্ডে আমি খুশি। এসময় তিনি যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ও সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানতে পারি ওই কৃষক তার জমির পাকা ধান কাটতে পারছেন না। কাটার অভাবে ধান ক্ষেতেই নষ্ট হচ্ছে। তাই আমরা যুবলীগের সকলে মিলে ওই কৃষকের ২৭শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দিলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads