লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ মাহবুব আলম নামের ১০ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ইছাপুর ইউনিয়নের সুন্দরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব স্থানীয় আব্দুল রশিদের ছেলে, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতির ১০ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, অস্ত্রসহ মাহবুব আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।