বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাসানচরে অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষে শিগগিরই রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হবে।’
অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী মাসে তার ভারত সফরের সময় দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।ৱ
কক্সবাজারের ওপর চাপ কমাতে গত বছর ফেব্রুয়ারিতে উন্নত সুবিধাসহ নোয়াখালীর ভাসানচরে ৪৫০ একর জমির ওপর আশ্রয় শিবির নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ নৌ-বাহিনীকে।
সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।