শোবিজ

রূপা না জোনাকি মম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২ মার্চ, ২০২০

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এর মাধ্যমে অভিনয় অঙ্গনে যে কজন অভিনেত্রী নিয়মিত অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম ভালো অভিনেত্রী জাকিয়া বারী মম। মম সুন্দর তো বটেই এবং একজন আপাদমস্তক পেশাদার অভিনেত্রী। একটি কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, ‘মমের মতো পেশাদার অভিনেত্রী এ মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন। সত্যিকার অর্থেই মম এতটাই ভালো অভিনয় করে যে অভিনয়ে তার অধ্যবসায়ই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমকে নিয়ে টানা চার দিন দুটি বৈশাখের বিশেষ নাটক নির্মাণ প্রসঙ্গে এমন কথা বলেন গুণী নাট্যকার ও পরিচালক সাগর জাহান। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীর অদূরে পুবাইলে ‘এক বৈশাখী ভোরে’ ও ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটক দুটি নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন। এতে মমর বিপরীতে দুটি নাটকেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘এক বৈশাখী ভোরে’ মমর বিপরীতে মোশাররফ অভিনয় করেছেন শাহীন চরিত্রে এবং ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে অভিনয় করেছেন তমাল চরিত্রে।

দুটি নাটকের গল্প প্রসঙ্গে সাগর জাহান জানান, এক বৈশাখী ভোরে নাটকের গল্পে দেখা যাবে রূপাকে তার পরিবার বয়স্ক একজন লোকের সঙ্গে বিয়ে দিতে চায়। কিন্তু রূপা তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যেতে চায়। পালিয়ে গিয়ে গাড়ি ঠিক করতে গিয়ে রূপার দেখা হয় সিএনজিচালক শাহীনের সঙ্গে। এগিয়ে যায় গল্প। আবার ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে দেখা যাবে শহর থেকে এক অজপাড়াগাঁয়ে নানুর বাড়িতে বেড়াতে আসে জোনাকি। সেখানে এসে দেখা হয় গ্রামের শিক্ষিত, সচেতন ও আত্মবিশ্বাসী ছেলে তমালের সঙ্গে। গ্রামের ছেলেদের শিক্ষিত-সচেতন করে তুলতে শুধু এক দিনের জন্য নয়, সারা জীবনের জন্য তমাল তার পাশে চায় জোনাকিকে। তমালের প্রেমিকা ছিল বনলতা। হারিয়ে যাওয়া বনলতাকেই তমাল খুঁজে পেতে চায় জোনাকির মাঝে।’

নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘সাগর জাহান ভাই আমার প্রিয় নাট্যকার এবং নির্মাতাদের মধ্যে অন্যতম একজন। তার গল্প আমার যেমন ভালো লাগে, ঠিক তেমনি তার নির্দেশনাও ভীষণ ভালো লাগে। সাগর ভাই ভীষণ যত্ন নিয়ে গুছিয়ে কাজ করেন। তার নির্দেশনায় সর্বশেষ মিম ফ্যাশন অ্যান্ড বিউটি নাটকে কাজ করেছিলাম, তা এখনো প্রচার হয়নি। নতুন যে দুটি নাটকে কাজ করেছি, দুটি নাটকেরই গল্প ভীষণ সুন্দর। সহশিল্পী হিসেবে মোশাররফ ভাই থাকা মানেই হলো, অভিনয়ে আরো কিছু নতুন অভিজ্ঞতা যুক্ত হওয়া। তাবৎ দুনিয়া সম্পর্কেও আরো অনেক কিছু জানার সুযোগ হওয়া।’ সাগর জাহান জানান, আগামী পয়লা বৈশাখে দুটি নাটকই দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads