রিয়াজ ও জেনীর ‘সমান্তরাল’

অভিনেতা রিয়াজ ও জেনী

ছবি : সংরক্ষিত

আনন্দ বিনোদন

রিয়াজ ও জেনীর ‘সমান্তরাল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুন, ২০১৮

প্রায় পাঁচ বছর ইমরানের জন্য অপেক্ষা করেছে সুপ্তি। অবশেষে ইমরান দেশে ফিরেছে। এক রেস্তোরাঁয় ইমরানের সঙ্গে সে দেখা করে। ইমরান সুপ্তির হাতে তার বিয়ের নিমন্ত্রণপত্র ধরিয়ে দেয়। পরিবার তাদের সম্পর্ক কিছুতেই মেনে নিচ্ছে না। তাই সে পরিবারের পছন্দে বিয়ে করছে। সুপ্তির মাথায় আকাশ ভেঙে পড়ে। কার জন্য সে এত স্বপ্ন নিয়ে অপেক্ষা করছিল? এদিকে, সুপ্তিও এক সপ্তাহের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ইমরানের এক দিন আগে হলেও সে বিয়ে করবে। আশরাফ নামের এক ছেলে পাওয়া গেছে সুপ্তির জন্য। কিন্তু তার আগের পক্ষের একটি বাচ্চা আছে। সুপ্তি তাতেও রাজি হয়।

বাসর রাতে সুপ্তি আশরাফের জন্য অপেক্ষা করে। আশরাফ এসে তাকে ঘুমাতে বলে, কিন্তু সে তার মেয়ে টুসিকে নিয়ে ঘুমাবে। আশরাফ কিছুতেই তার আগের স্ত্রীকে ভুলতে পারবে না। সুপ্তি অবশ্যই স্ত্রীর মর্যাদা পাবে, কিন্তু অধিকার পাবে না। সে নাকি পরিবারের চাপে এই বিয়ে করেছে। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী।

এমন গল্পেই নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সমান্তরাল’। যারযিস আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও জেনী। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম। ২৫ জুন সোমবার রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads