নরসিংদীর রায়পুরায় নিখোঁজ গরুর সন্ধানে বের হয়ে বজ্রপাতে জুলহাস খন্দকার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মহেশবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত জুলহাস একই ইউনিয়নের মহেষবেড় গ্রামের মৃত মলো হোসেন খন্দকারের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি পশুপালন ও মাছচাষ করতেন।
নিহতের ভাতিজা মামুন খন্দকার জানায়, সকালে বাড়ি পাশের ঘাসক্ষেতে জুলহাস তার পালিত গরুগুলো ছেড়ে দিয়ে আসেন। সন্ধ্যায় বাকি গরুগুলো ফিরে এলেও একটি গরু গোয়ালে ফিরেনি। রাতে ওই গরু খোঁজতে বের হন জুলহাস। রাত তখন নয়টা বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুলহাস। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান জুলহাস।
এর আগে, শনিবার দুপুরে উপজেলার রাধানগরে নিজগাঁ হাওড় এরাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নবম শ্রেণীর শিক্ষার্থী তোফাজ্জল হোসেন (১৫) মৃত্যু হয়। এ ঘটনায় তার বন্ধু এনামুল হক (১৬) আহত হন।