রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৮

ফাইল ছবি

সারা দেশ

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৮

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর, ২০২০

নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ৮ জন আহত হয়েছে।

সোমবার  একই গ্রামের নাজিম উদ্দিন মেম্বার ও মদন মেম্বার এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ  হয়। এতে আহত হয় ৮ জন। তাদের মধ্যে  জীবন মিয়া (২৮), সাহাদৎ হোসেন (২০) ও ছয় বছরের শিশুসহ টেটাবিদ্ধ আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমিক চিকিৎসা শেষে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বিগত ৪ মাস পূর্বে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে মদন গ্রুপের নূরুল হক নামে একজন নিহত হয়। সম্প্রতি নূরুল হক হত্যার আসামীরা জামিনে এলাকায় এসে আব্দুল্লাহপুর বাজার দখল করতে গেলে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন সকালে বিরোধের জের ধরে দুই গ্রুপের ককটেল ও টেঁটা  দিয়ে সংর্ঘষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ৮ জন আহত হয়েছেন। 

এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এলাকায় উভয় গ্রুপের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads