রামুতে বন্দুকযুদ্ধে চাঁদপুরের ২ মাদক ব্যবসায়ী নিহত

রামু থানার মেরিন ড্রাইভ চেক পোষ্ট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে

প্রতীকী ছবি

অপরাধ

রামুতে বন্দুকযুদ্ধে চাঁদপুরের ২ মাদক ব্যবসায়ী নিহত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুলাই, ২০১৮

র‌্যাব-বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে চাঁদপুরের কচুয়ার দুই মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন আরিফ (২৮) ও এনামুল হক (৩৪) দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার রামু থানার মেরিন ড্রাইভ চেক পোষ্ট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা গেছে। নিহত ফরহাদ হোসেন আরিফ কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের তেগুরিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং নিহত অন্য মাদক ব্যবসায়ী এনামুল হক একই গ্রামের মো. ফজলুল হকের ভাগিনা।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আরিফ ও এনামুল বিজিবি’র সদস্যদের সিগনাল অমান্য করে মাইক্রোবাসযোগে চেক পোস্ট অতিক্রম চলে যায়। এ সময় ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলিতে আরিফ ও এনামুল নিহত হন।

এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, পিস্তল ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। মৃতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে। কচুয়া থানা পুলিশ জানায়, আরিফ ও এনামুল দীর্ঘদিন মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads