রামগঞ্জে বোরোর বাম্পার ফলন তবুও দুঃচিন্তায় কৃষক

ছবি: বাংলাদেশের খবর

কৃষি অর্থনীতি

রামগঞ্জে বোরোর বাম্পার ফলন তবুও দুঃচিন্তায় কৃষক

  • রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল, ২০২০

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আর এক দুয়েক সপ্তাহের মধ্যে কৃষকরা তাদের ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলবে। তবুও হাসি নেই কৃষকদের মাঝে। করোনাভাইরাসের কারণে দেশের এ উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ার কারণে দুঃচিন্তায় কৃষকরা। গত কয়েকদিনে দু'টি কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি  ও অন্য বছর বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এ সময় কৃষকরা আসলেও এ বছরে এ পর্যন্ত কোনো শ্রমিক আসতে পারেনি। অপরদিকে বেশি মূল্য শ্রমিক নিয়ে ধান ঘরে তুলে লোকসানের আশঙ্কা রয়েছে। এ বছর সার,বীজসহ কৃষি সরঞ্জামাদির মূল্যবেশি থাকায় প্রতিমণ ধান উৎপানে  ৯০০ টাকা বেশি খরচ পড়বে ধারণা করছেন কৃষকরা । 

সরেজমিনে উপজেলার সমেষপুর, কাটাখালী, শোশালিয়া, নয়নপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন মাঠে ইরি বোরো চাষে সবুজ ফসলের সমারোহ। চারদিকে ধান আর ধান, সবুজ ধানের শীষে বাতাস দোল খাচ্ছে। গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করে থাকে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ৭ হাজার ৯ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার টন নির্ধারণ করা হয়।

কৃষক মনির হোসেন , শাহ আলম, ফরহাদ হোসেন বলেন, বীজ, সার ও সেচ ভাল থাকায়  ও রোগ বালাই কম হওয়ায় গত বছরের চাইতে এ বছর ধানের ফলন ভালো হয়েছে। এতে আমরা খুব খুশি । বর্তমানে বার বার কালবৈশাখি ঝড় ও অন্য বছরের মতো এ বছর এখন শ্রমিকরা না আসায় ধান ঘরে না উঠা পর্যন্ত চিন্তার শেষ নেই। এ বছর বীজ ও সারের দাম বেশী তার যদি অধিক মূল্যে শ্রমিক নিতে হয় তাহলে ধানের প্রতি মনে খরচ পড়বে ৯০০ টাকার মতো। 

রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার  জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপজেলার সকল এলাকায় কৃষকদের পরামর্শ প্রদান করায় ব্লাস্ট রোগসহ তেমন রোগ বালাই কিছুটা কম হয়েছে । আবহাওয়া মোটামুটি ভালো ছিল। তাই ফলন ভাল, আশা করা যায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে। সরকার ধান কাটা ও মাড়াই করার জন্য আধুনিক যন্ত্র হার্বেস্টার কম্বাইন মেশিন  উপজেলা পর্যায়ে দিয়েছে। আশা করা যায় এতে শ্রমিক সংকটও কেটে যাবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads