রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও বি ইউনিটের চীফ কো অর্ডিনেটর প্রফেসর ড. এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় মেধাক্রম অনুযায়ী বাণিজ্য গ্রুপে ১৩৬৫ জন এবং অ-বাণিজ্য গ্রুপে ৪২০ জন পরীক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এর মধ্যে বাণিজ্য গ্রুপের ০১ থেকে ৩২০তম (মেধাক্রম অনুযায়ী) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতির কক্ষে, ৩২১ থেকে ৬৪০তম ম্যানেজমেন্ট বিভাগে, ৬৪১ থেকে ৯৬০তম মার্কেটিং বিভাগে, ৯৬১ থেকে ১২৮০তম ফাইন্যান্স বিভাগে, ১২৮১ থেকে ১৩৬৫তম এবং অ-বাণিজ্য ০১ থেকে ১০০তম পর্যন্ত ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে, অ-বাণিজ্য ১০১ থেকে ২২০তম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ২২১ থেকে ৪২০তম পর্যন্ত আইবিএ ভবনে সাক্ষাৎকার নেওয়া হবে।
বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ৫-১৫ নভেম্বর এর মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম বিভাগ পূরণ না করা হলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।
এদিকে সাক্ষাৎকার গ্রহণের পর পছন্দক্রম ও মেধাক্রমানসারে আগামী ২০ নভেম্বর ভর্তির জন্য চূড়ান্তভাবে তালিকা প্রকাশ করা হবে। ২৫ নভেম্বর থেকে ভর্তি শুরু হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষামান তালিকা বিশ^বিদ্যালয় ওয়েব সাইটে প্রকাশ করা হবে। ১০ জানুয়ারি ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি।
এ ছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://admission.ru.ac.bd/undergraduate - এ পাওয়া যাবে।