রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘ফলিত পদার্থ’ এবং ‘ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই)’ বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একীভূত করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে এই বিভাগের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে দুই বিভাগ একীভূত করার দাবির বিপক্ষে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ শিক্ষার্থীরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুবিনুন আলম, রফিকুল ইসলাম, মধুসূধন গুপ্ত, আনিকা তাবাসসুম পুষ্প ও চতুর্থ বর্ষের সাবিরা খাতুন। এপিইই বিভাগ সূত্রে জানা যায়, প্রকৌশল অনুষদের সভায় দুই বিভাগ একীভূত হচ্ছে না- এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে গতকাল সোমবার বেলা ১১টা থেকে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে বিভাগ একীভূত হবে কি হবে না, সে বিষয়ে বুধবার (আগামীকাল) একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নিয়েছেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা। তারা ‘দাবি পূরণ হবে না যতদিন, একনাগাড়ে অনশন চলবে ততদিন’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এক নাগাড়ে অবস্থান চলবে।
বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ বলেন, রাতদিন ২৪ ঘণ্টা এখানে অবস্থান করব আমরা। এদিকে ছেলেদের সঙ্গে মেয়ে শিক্ষার্থীরাও অবস্থান করবেন বলে জানান এপিইই বিভাগের তামান্না কামাল নামের এক শিক্ষার্থী।
অপরদিকে বিপরীত পাশে দুই বিভাগ একীভূত করার দাবির বিপক্ষে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
দুই বিভাগ একীভূত করা হবে কি না, সে বিষয়ে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ বলেন, এখানে আমাদের করার কিছু নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেবে।