রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন ফার্মেসীর জরিমানা

প্রতীকী ছবি

আইন-আদালত

রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন ফার্মেসীর জরিমানা

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই, ২০১৯

নওগাঁর রাণীনগরে মেয়াদোত্তীর্ণ, আন-রেজিষ্টার্ড ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে বেতগাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার এবং নওগাঁ জেলা ড্রাগ সুপারভাইজার মরুময় সরকার উপজেলার বেতগাড়ী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় আমজাদ হোসেনের ফাতেমা ফার্মেসীর তিন হাজার, আতিকুলবাড়ীর মিনা ফার্মেসীর পাঁচ হাজার এবং এমদাদুল হক খাঁন এর খাঁ-মেডিক্যাল ষ্টোরের ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার জানান, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ, আন-রেজিষ্টার্ড ওষুধ রাখার দায়ে এসব জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads