রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

মানচিত্রে রাজশাহী

সংগৃহীত ছবি

সারা দেশ

রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতন ও ক্ষতিপূরণসহ বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক আপেল মুন্ডা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ পাহান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক অনিল রবিদাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল রাজোয়াড়, বিশিষ্ট সাংবাদিক ও ন্যাপ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিরুর রহমান খান আলম, বাংলাদেশে মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads