রাজবাড়ীতে ঘরে ঢুকে বৃদ্ধ নারীকে গলাকেটে হত্যা

রাজবাড়ী ম্যাপ

সারা দেশ

রাজবাড়ীতে ঘরে ঢুকে বৃদ্ধ নারীকে গলাকেটে হত্যা

  • রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামে এ ঘটনা ঘটে। বালিয়াকন্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ওই নারীর নাম নূরজাহান বেগম (৬৫)। তিনি একই গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রীর।

নূরজাহানের বড় ছেলে বারেক শেখের বলেন, তার মেয়ে ও মা একসঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলেন। বয়স হওয়ায় তার মা ঘরের দরজা খোলা রেখেই ঘুমাতেন। রাত সাড়ে তিনটার দিকে দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশে খেতে ফুলকপি কাটতে যান তিনি। প্রায় আধঘণ্টা পর তার খবর পান যে তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তারা ছুটে আসেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রাথমিকভাবে তারা কিছুই ধারণা করতে পারছেন না।

ওসি এ কে এম আজমল হুদা বলেন, হত্যাকাণ্ডের খবর তারা জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads