প্রতি বছরই ঈদ মৌসুমে রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়লেও বর্তমানে কোনো ছিনতাই, অজ্ঞানপার্টি কিংবা মলমপার্টির দৌড়াত্ম্য নেই বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজধানীতে বর্তমানে কোনো ছিনতাই নেই। অজ্ঞানপার্টি কিংবা মলম পার্টির দৌড়াত্ম্যও নেই। প্রতি বছর ঈদের আগে অপরাধ প্রবণতা বাড়লেও এবার একেবারেই নেই। মানুষ কেনাকাটা করে নিরাপদে বাসায় ফিরতে পারছে।’
রোববার রাজধানীর নিউমার্কেটে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া।
এসময় মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীতে মাদকের একটি আস্তানাও থাকবে না। প্রতিটি এলাকায় অভিযান চালিয়ে সব গুঁড়িয়ে দেওয়া হবে।’
মাদকবিরোধী অভিযানে নিরীহ মানুষের ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘অভিযানের নামে কোনো পুলিশ সদস্য যদি নিরীহ মানুষকে হয়রানি করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
যানজট প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রাস্তা খোঁড়াখুঁড়িসহ নানা কারণে যানজট বাড়ছে। তবে মানুষ যেন বাসায় গিয়ে ইফতার করতে পারে সেজন্য যানজট নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা শুধু পানি দিয়ে ইফতার করে রাস্তায় দায়িত্ব পালন করছে।’
নিউমার্কেট ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান। এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।