রাঙ্গার হলফনামায় পুরনো মামলার তথ্য গায়েব

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা

সংরক্ষিত ছবি

রাজনীতি

রাঙ্গার হলফনামায় পুরনো মামলার তথ্য গায়েব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার হলফনামায় তথ্যের গরমিল পাওয়া গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে তার দেওয়া হলফনামায় পুরনো একটি মামলার তথ্য পুরো গায়েব করে দেওয়া হয়েছে। তবুও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এনামুল হাবীব।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র ‘ঋণখেলাপির’ দায়ে বাতিল হওয়ার পর তার বদলে রাঙ্গাকে এ দায়িত্ব দেন দলের চেয়ারম্যান এরশাদ। রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি রাঙ্গা এবারো রংপুর-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী।

২০১৪ সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় রাঙ্গা জানিয়েছিলেন, দুর্নীতি দমন কমিশন আইনে কোতোয়ালি থানায় ২০০৯ সালের ২১ জানুয়ারি দায়ের করা একটি মামলায় তিনি অভিযুক্ত। ওই মামলা প্রত্যাহারের সুপারিশ হয়েছে এবং তার কপি তিনি যুক্ত করে দিয়েছেন। 

আর এবারের হলফনামায় তিনি বলেছেন, বর্তমানে কোনো ফৌজদারি মামলায় তিনি অভিযুক্ত নন। অতীতেও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়নি। অতীতের মামলার বিষয়ে বিস্তারিত তথ্যের ঘরে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নহে’। 

রাঙ্গার মনোনয়নপত্রে তথ্যের এই গরমিল নিয়ে কথা বলতে চাননি নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। তাই আপাতত তারা এ বিষয়ে কোনো কথা বলবেন না। কারো আপত্তি থাকলে তিনি আপিল করতে পারেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads