রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

প্রতীকী ছবি

অপরাধ

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০১৯

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউপিডিএফের (গণতান্ত্রিক) রাইখালী ইউনিয়নের নেতা মংসুইনু মার্মা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ হোসেন (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মংসুইনু মার্মা ও তার বন্ধু জাহিদ কারিগরপাড়া বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত গুলি করে তাদের হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads