পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজারের ব্যবসায়ী কমিটি গঠনে অনিয়মের অভিযোগে আজ শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এর আগে শুক্রবার সকালে ৩ঘন্টা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইজ বাজারের ব্যবসায়ী কমিটি গঠনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার সিন্ধান্ত হয়। কিন্তু গভীর রাতে স্থানীয় চেয়ারম্যান মো.হানিফ মিয়া নিজেকে সভাপতি ও মৌসুমী ব্যবসায়ী মো.জসিম হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে শুক্রবার সকালে ৩ঘন্টা দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।
পরে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেন তারা। সমাবেশ ব্যবসায়ী মো.মোশারফ হোসেন মনির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- ব্যবসায়ী মো.হাফিজুর রহমান ডেভিড, মফিজউদ্দিন মৃধা, মো.জুয়েল মাতুব্বর, শাহিন প্যাদা, গাজী মো.কাওসার, কালা চাঁন সমাদ্দার, বাসুদেব প্রমুখ।
এ ব্যাপারে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মিয়াকে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেনি।