রাখাইন সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

সংরক্ষিত ছবি

জাতীয়

রাখাইন সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই, ২০১৮

শিগগিরই রোহিঙ্গা সঙ্কটের মূল কেন্দ্রবিন্দু মিয়ানমারের রাখাইন রাজ্যে যাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগেই এ সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

রাজধানীতে মেরিটাইম কাউন্টার টেররিজম বিষয়ে এক কর্মশালার উদ্বোধনের পর গতকাল মঙ্গলবার পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ যাবতীয় প্রক্রিয়ার অগ্রগতি দেখতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

তবে পররাষ্ট্রমন্ত্রীর সফরের নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি সচিব। পাশাপাশি প্রত্যাবাসন শুরুর দিনক্ষণও উল্লেখ করতে পারেননি তিনি। শহীদুল হক বলেন, ‘সহায়ক পরিবেশ তৈরি হলে প্রত্যাবাসন দ্রুততার সঙ্গে শুরু হবে বলে আশা করি। বেশ কিছু নাম যাচাই-বাছাই হয়ে গেছে। আমার মনে হয়, শিগগিরই প্রত্যাবাসন শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের ফিরে যাওয়ার প্রক্রিয়াটি জটিল। আমার মনে হয়, বাংলাদেশে এটি যত দ্রুততার সঙ্গে এগিয়েছে, অন্য দেশে তত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়নি।’

সম্প্রতি চীনের বেইজিংয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দফতরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরই সফরের এ সিদ্ধান্তের কথা জানানো হলো। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন ‘সবচেয়ে জরুরি’ বিষয় বলে মনে করছে তার দেশ।

তিনি জানান, একটি অনানুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার মতৈক্যে পৌঁছেছে যে, তিন ধাপে রাখাইনের পরিবেশ উন্নয়নে তাদের চেষ্টা করা উচিত। ধাপগুলো হলো- সহিংসতা বন্ধ, যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন শুরু এবং সেখানে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads