চলমান আইপিএলে তার স্পিনে ঘায়েল হয়েছেন অনেক বড় বড় ব্যাটসম্যান। আফগানিস্তানের সেই লেগ স্পিনার রশিদ খানের বিরুদ্ধে খেলতে গিয়ে সমস্যা হচ্ছে অনেকেরই। যার সুবিধা পাচ্ছে ১৯ বছরের এই স্পিনারের দল সানরাইজার্স হায়দরাবাদ। কারণ, কোন বলটা তিনি ভেতরের দিকে আনবেন আর তার কোন বলটা বাইরে যাবে তা বুঝতে পারছেন না অনেকেই। তিন ম্যাচে ১২ ওভার বল করে তিনি উইকেট পেয়েছেন দুটি।
এবার নিজের ক্রিকেট জীবনের অন্যতম সেরা প্রশংসাপত্র পেলেন রশিদ। আইপিএলে প্রথম সপ্তাহের খেলা দেখেই রশিদ খানকে বিশ্বের সেরা লেগ স্পিনার বলে দিলেন সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডিন জোন্স। ‘যুজবেন্দ্র চাহালকে সমীহ করি। ও ক্রমশ উন্নতি করছে। চাহালের চেয়েও উঁচুমানের স্পিনার এই রশিদ। এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনার’- বলেন তিনি।
জোন্স আরো বলেন, ‘আমি ওর ভক্ত হয়ে গেছি। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলে কোচিং করানোর সুবাদেই জানি ও কতটা ভয়ঙ্কর। ও বল দু’দিকেই ঘোরাতে পারে। গুগলি দেওয়ার জন্য ওর হাতে চার রকমের গ্রিপ রয়েছে, যা খুব সহজে কোনো ব্যাটসম্যান পড়ে ফেলতে পারবে না।’