রমজানের তিন অ্যাপ

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

রমজানের তিন অ্যাপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৭ মে, ২০১৯

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় ইবাদতের মাস রমজান শুরু হচ্ছে। এই সময় ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা, সেজন্য সাহরি করা, ইফতার করা, বিভিন্ন দোয়া করার মতো কাজ করেন।

এসব কাজে সহায়ক হতে পারে মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো সাহরি, ইফতারের সময় জানিয়ে দেবে। জেনে নেওয়া যাবে দেশের বিভিন্ন জেলাভিত্তিক সাহরি, ইফতারের সময়। সেখানেই পাওয়া যাবে রোজা রাখার নিয়তসহ বেশ কিছু দোয়া।

মাহে রমজান ২০১৯

প্লে-স্টোরে যেসব রমজানের অ্যাপ রয়েছে, তার মধ্যে মাহে রমজান-২০১৯ অ্যাপটিতে হিজরি ১৪৪০ সালের রমজানের সময়সচি দেওয়া আছে। অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করার পর সেখানে প্রবেশ করলে ছয়টি আইকনসহ একটি লেআউট আসবে। সেখানে প্রথম আইকনে ক্লিক করে প্রতিটি রোজার সময়সূচি, সাহরি ও ইফতারের সময়সূচি জানা যাবে।

সেখানে বিভিন্ন দোয়া ও রোজার নিয়ত দেওয়া আছে। রয়েছে আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ। চাইলে অ্যাপ থেকেই যেকেউ তসবিহ গোনার কাজ করতে পারেন। সেটিংস থেকে আপনি কোন জেলার সময়সূচি জানতে চান সেটিও নির্বাচন করা যাবে।

অ্যাপটি সাহরি ও ইফতারের আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। ৮.৯ মেগাবাইট সাইজের ৪.৯ রেটিংপ্রাপ্ত অ্যাপটি তৈরি করেছে ড্রয়েডঅ্যাপবিডি। অ্যাপটি ডাউনলোড করা যাবে bit.ly/2V34erl লিংক থেকে।

মাহে রমজান সময়সূচি-২০১৯

অ্যাপটিতে জেলাভিত্তিক ইফতার ও সাহরির সময়সূচি পাওয়া যাবে। রয়েছে ইফতার, সাহরি ও রোজা রাখার দোয়া, নিয়মকানুনও জানা যাবে অ্যাপটি থেকে। রোজা, ইফতারের সুন্নাত আমল সম্পর্কে জানা যাবে। কী কারণে রোজা মাকরুহ হতে পারে, ভঙ্গ হতে পারে সেসব সম্পর্কেও জানা যাবে। প্লে-স্টোরে ৪ দশমিক ৭ রেটিংপ্রাপ্ত অ্যাপটির সাইজ ২ দশমিক ৭ মেগাবাইট। বিডিঅ্যাপ স্টোর নামের একটি প্রতিষ্ঠান অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটি bit.ly/2H3uwWp ঠিকানা থেকে ইনস্টল করা যাবে।

রমজান ক্যালেন্ডার-২০১৯ ও দোয়া

অ্যাপটির সাইজ ৯ দশমিক ৫ মেগাবাইট। অ্যাপটিতে রয়েছে সাহরি ও ইফতারের সময়সূচি। জেলাভিত্তিক সাহরি ও ইফতারের সময়সূচি, সব সময়কার নামাজের সময়সূচি। রোজা ভঙ্গের কারণসহ কোন ইবাদত বা আমল রমজানে করা উচিত সেসবও। bit.ly/2J2YV‰O ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads