রবিবার থেকে বগুড়ায় শুরু হতে যাচ্ছে ৭দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশন ঢাকা ও বগুড়া জেলা প্রশাসন এর উদ্যোগে এই মেলা আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিকেল ৩ টায় বগুড়া সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বগুড়ার জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মাদ এই তথ্য জানান। মেলায় বগুড়া জেলা এবং বগুড়া বাইরে থেকে বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করবে। মেলায় ৫৬টি স্টল থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার র্যালী শেষে মেলার উদ্বোধন করবেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
মেলায় কৃষি/খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, আইসিটি/সফটওয়ার শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, পাট ও পাটাত শিল্প, প্লাষ্টিক শিল্প, হস্ত ও কারু শিল্প, জুয়েলারী (কৃত্রিম) খেলনা এবং আগর শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানসমূহকে স্টল বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তবে মেলয় বিদেশী/আমদানিকৃত পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা যাবে না। দেশীয় উৎপাদনকারী অথবা সেবামূলক ক্ষুদ্র ও মাঝারী শিল্পই শুধুমাত্র মেলায় প্রদর্শন বা বিক্রয় করার সুযোগ রাখা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের পারস্পরিক সংযোগ স্থাপন, পণ্য উৎপাদন সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণই এই মেলার প্রধান উদ্দেশ্যে।
এছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মারিফা ফারদিন রেজা বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান বগুড়া প্রেস ক্লাবের সেক্রেটারী মাহমুদুল আলম নয়ন সহ বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।