রংপুরের পীরগঞ্জে একটি শ্যালো মেশিন চালিত ট্রলি হতে ১ হাজার ১০৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
বুধবার সকালে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৬নং টুকুরিয়া ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিলসহ মো. জয়নুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। এসময় জয়নুল ইসলামের সঙ্গীরা পালিয়ে যায়।
র্যাব জানিয়েছে, জব্দ ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
রংপুর র্যাবের এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. আহসান হাবীব জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকের চেষ্টা করা হচ্ছে।