যেসব নতুন আপডেট নিয়ে আইওএস ১২

জুনের ২৬ তারিখ নাগাদ আপডেটটি সব ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে

সংরক্ষিত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

যেসব নতুন আপডেট নিয়ে আইওএস ১২

  • প্রকাশিত ৬ জুন, ২০১৮

সায়মা ইয়াসমিন

অবশেষে অপেক্ষার অবসান ঘটল আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের। স্বস্তির নিশ্বাস ফেলছেন নতুন সব আপডেটের ঘোষণা নিয়ে। বেশ কিছু পরিবর্তন নিয়ে আইফোন, আইপ্যাড ও আইপডের জন্য আসতে যাচ্ছে আইওএস ১২।

এমনটাই জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। সোমবার রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স ডব্লিউডব্লিউডিসি ’১৮-তে অপারেটিং সিস্টেমটির ঘোষণা দেন। যদিও বুধবার থেকে ডেভেলপাররা এই অপারেটিং সিস্টেমটির বেটা সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে জুনের ২৬ তারিখ নাগাদ আপডেটটি সব ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।

টিম কুকের দেওয়া ঘোষণা অনুযায়ী জেনে নেওয়া যাক আইওএস ১২-এর নতুন ফিচারগুলো সম্পর্কে-

সিরি

অ্যাপল সিরিকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে বলে জানিয়েছেন টিম কুক। তিনি জানান, বিভিন্ন তথ্য খুঁজে বের করা ও কাজ করে দেওয়ার জন্য সিরিতে ১০ বিলিয়নের বেশি অনুরোধ আসে। তাই নতুন সিরিতে এমন এক ফিচার যুক্ত করা হয়েছে যা ব্যবহারকারীর ধরন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন পরামর্শ দিতে সক্ষম। এ ছাড়াও সিরির আরেকটি নতুন ফিচার হলো শর্টকাটস। যার মাধ্যমে ব্যবহারকারী নিজের মতো করে সিরিতে কাস্টমাইজ কমান্ড সেভ করে রাখতে পারবে। আর কাস্টমাইজ করা সেই কমান্ড অনুযায়ীই কাজ করবে সিরি। যার ফলে হোমপডে গান, এসি ও লাইট চালুর মতো কাজগুলো মাত্র একটি ভয়েস কমান্ডেই করে দেবে সিরি।

মিমোজি

মিমোজি নামে ফিচারটি ব্যবহারে নতুন এই ফিচারটির মাধ্যমে আইওএসএ ব্যবহারকারীরা পাবেন অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তি ব্যবহূত ইমোজি। যা দিয়ে ব্যবহারকারীরা নিজের মতো করে থ্রিডি কার্টুন চরিত্র বা ইমোজি তৈরি করতে পারবেন। তারপর মিমোজিতে অডিও যুক্ত করে তা আইম্যাসেজে পাঠানো যাবে।

আই বুকসের বদলে অ্যাপল বুকস

আইওএস ১২-এ অ্যাপলের বই পড়ার অ্যাপ ‘আইবুকস’-এর নাম পরিবর্তন করে ‘অ্যাপল বুকস’ করা হয়েছে। ডিজাইন পরিবর্তনের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে রিডিং নাউ, নতুন বুকস্টোর ও উন্নত সার্চ সুবিধা। এমনকি অডিও বুক শোনার সুবিধা থাকছে এই ফিচারে। এ ছাড়া নিউজ, স্টকস, ভয়েস মিমোস অ্যাপ আনা হয়েছে আইওএস ১২-এ। বুধবার থেকে ডেভেলপাররা ওএসটির বেটা সংস্করণ ব্যবহার করতে পারবেন। জুনের ২৬ তারিখ নাগাদ সব ব্যবহারকারীদের কাছে আপডেটটি পৌঁছে যাবে।

ফেইসটাইমে ৩২ জন

অ্যাপলের জনপ্রিয় ভিডিওকলিং সেবা ফেইসটাইমে একসঙ্গে ৩২ জন বন্ধুকে নিয়ে গ্রুপ কলের সুবিধা আনা হয়েছে আইওএস ১২-এ। এমনকি এই ভিডিওকলের সময়ও এনিমোজি ব্যবহার করা যাবে।

ডোন্ট ডিস্টার্ব মোডে ক্যালেন্ডার

ডোন্ট ডিস্টার্ব মোড ফিচারটি ব্যবহার করে নির্দিষ্ট সময় ও ক্যালেন্ডার থেকে তারিখ অনুযায়ী ডিভাইসটির ভলিউম রিংটোন কমানো বা সাইলেন্ট করা, নোটিফেশন বন্ধসহ বিভিন্ন মোড নির্বাচন করে রাখা যাবে। এতে করে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ডোন্ট ডিস্টার্ব মোডটি চালু হয়ে যাবে।

স্ক্রিনটাইম

ডিভাইসটি কত সময় ব্যবহার করা হচ্ছে তা দেখে নেওয়ার ফিচারই স্ক্রিনটাইম। এই অ্যাপটি ব্যবহারকারী কোন অ্যাপ কত সময় ব্যবহার করছে, কখন ডিভাইসটি বেশি ব্যবহার হয় ইত্যাদি তথ্যগুলো রিপোর্ট আকারে জানাবে। ফলে ব্যবহারকারী সময় সম্পর্কে জেনে সচেতন হবে বলে ধারণা অ্যাপলের।

অ্যাপ লিমিটস

কোন অ্যাপ কত সময় ব্যবহার করবেন তা নির্ধারণ করার সুবিধা মিলবে আইওএস ১২-এ। এতে নির্দিষ্ট সময়ের বেশি কোনো অ্যাপ ব্যবহার করতে গেলে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে।

গ্রুপ নোটিফিকেশন

লকস্ক্রিনে ফোনের নোটিফিকেশন গ্রুপ আকারে প্রদর্শিত হবে। অর্থাৎ ফেসবুকের সব নোটিফিকেশন আলাদাভাবে নয় বরং একত্রে দেখা যাবে লক স্ক্রিনের নোটিফিকেশনে। কোনো অ্যাপের নোটিফিকেশন না চাইলে তা লক স্ক্রিন থেকেই বন্ধ করে রাখা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads