কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্বপ্নজাল’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিটি তিনটি হলে মুক্তি পেয়েছে গতকাল। আমেরিকার রিগাল চেইনের মাধ্যমে মুক্তি পেয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্রে ছবিটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।
বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। পরবর্তীতে ভারত ও মধ্যপ্রাচ্যে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, ‘স্বপ্নজাল হলো এক টুকরো বাংলাদেশ। যারা প্রবাসে থাকেন তারা এ ছবির মাধ্যমে বাংলাদেশকে খুঁজে পাবেন।’
প্রথম ধাপে নিউইর্য়কের রিগাল ইউ এ কাফম্যান এস্টোরিয়া, ভার্জিনিয়ার রিগাল বলস্টন কমন্স, এবং ফ্লোরিডার রিগাল রয়াল পাম বিচ হলে দেখা যাবে ছবিটি। পরের ধাপে এর সঙ্গে যুক্ত হবে আরো কয়েকটি হল।
বেঙ্গল ক্রিয়েশনস ও বেঙ্গল বারতা প্রযোজিত যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন— পরীমণি, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইরেশ যাকেরসহ আরো অনেকে।
২০১৬ সালের ৩ মে বাংলাদেশি ছবি বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মুক্তি পেয়েছে ছবিটি। এর আগে দশটি বাংলাদেশি ছবি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনের ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠানটি। পূর্বে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো অস্তিত্ব, মুসাফির, শিকারি, আয়নাবাজি, প্রেমী ও প্রেমী, পরবাসিনী, নবাব, ঢাকা অ্যাটাক, হালদা ও গহীন বালুচর। এবার সে তালিকায় যুক্ত হয়েছে ‘স্বপ্নজাল’।