যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : সংগৃহীত

বিদেশ

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩ নভেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের টেনেসিতে এক ব্যক্তির মৃত্যুদণ্ড বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার জোড়া খুনের মামলায় সাজাপ্রাপ্ত ওই আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। সাধারণত বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর বিবিসির।

গত পাঁচ বছরের মধ্যে ৬৩ বছর বয়সী ইডমুন্ড জাগোর্স্কি হচ্ছে প্রথম ব্যক্তি যার মৃত্যুদণ্ড বৈদ্যুতিক শক দিয়ে কার্যকর করা হলো। মাদক বিক্রির কথা বলে ১৯৮৩ সালে দুই ব্যক্তিকে বনের মধ্যে নিয়ে হত্যা করার দায়ে জাগোর্স্কিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর তাদের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের দুজনকে গুলি করার পর গলা কেটে হত্যার আলামত পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত আপিল প্রত্যাখ্যান হওয়ার পর মৃতুদণ্ড কার্যকর হরা হলো। এখনো দেশটির নয়টি রাজ্যে বৈদ্যুতিক চেয়ার ব্যবহারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রীতি চালু রয়েছে। এ নয়টি রাজ্যের একটি হচ্ছে টেনেসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads