যুক্তরাজ্যে একদিনে ৭০৮ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে একদিনে ৭০৮ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০২০

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে যুক্তরাজ্যে শনিবার (৪ এপ্রিল) রেকর্ড ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩১৩ জনে দাঁড়ালো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী বলেন, শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত ৪ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৪১ হাজার ৯০৩ জন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আগামী ১০ দিনের মধ্যে দেশটিতে আরও ভয়াবহতা আসছে বলে খবরে বলা হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৪ হাজারের বেশি জনের। প্রতিক্ষণে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads