যা থাকছে রেডমির নতুন ফ্ল্যাগশিপে

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

যা থাকছে রেডমির নতুন ফ্ল্যাগশিপে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ মে, ২০১৯

বেশ কিছুদিন ধরেই রেডমি কে২০ স্মার্টফোনের ফোনের টিজার প্রকাশ করছে শাওমি। আগামীকাল চীনে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটির ঘোষণা দেবে শাওমি। তবে এর আগেই স্মার্টফোনটির বিভিন্ন ফিচার উন্মুক্ত হয়েছে অনলাইনে।

জানা গেছে, রেডমির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে থাকছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং গেম টার্বো ২.০ প্রযুক্তি।

নতুন এক টিজারে জানানো হয়েছে এই ফোনে থাকবে দুর্দান্ত লাউডস্পিকার। থাকছে ০.৯ সিসি ফিসিকাল ক্যাভিটি। রেডমি প্রধান লু ওয়েইবিং জানিয়েছেন, এই ফিচারে গেম খেলার অভিজ্ঞতা ভালো হবে।

ইতোমধ্যে চীনে রেডমি কে২০ ফোনের অগ্রিম বুকিং শুরু হয়েছে। ১০০ ইউয়ান দিয়ে এ ফোন প্রি-বুক করা যাবে। সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, রেডমি কে২০ প্রো ফোনের দাম শুরু হচ্ছে ২ হাজার ৫৯৯ ইউয়ান থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এ স্মার্টফোন।

২৮ মে রেডমি কে২০ এবং কে২০ প্রো ফোন দুটি লঞ্চ করবে শাওমি। দুটি ফোনেই থাকবে ৬ দশমিক ৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে থাকছে ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads