ময়মনসিংহ মিডিয়া সেন্টারের সাফল্য

ময়মনসিংহ মিডিয়া সেন্টারের মাধ্যমে ৬৫ কিলোমিটার এলাকা প্রথমবারের মতো সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে

সংরক্ষিত ছবি

ফিচার

অপরাধ দমন ও নিয়ন্ত্রণে

ময়মনসিংহ মিডিয়া সেন্টারের সাফল্য

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ৩১ জুলাই, ২০১৮

অপরাধ দমন ও নিয়ন্ত্রণে বিরল সাফল্যের নতুন রেকর্ড গড়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকা প্রথমবারের মতো সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। সেখানে ব্যবহার করা হচ্ছে ১২ কোরের অত্যাধুনিক অপটিক্যাল ফাইবার। এ মিডিয়া সেন্টার থেকে অতি সহজেই দীর্ঘ ৬৫ কিলোমিটার মহাসড়ক মনিটরিং করছে পুলিশ। মহাসড়কের ওপর বসানো সিসি ক্যামেরার পর্দায় উঠে আসছে মহাসড়ক এলাকার অপরাধ চিহ্ন। অনেক অপরাধী চিহ্নিত ও গ্রেফতার হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও মিডিয়া সেন্টার পরিদর্শনে এসে মুগ্ধ হয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি ও উচ্চ রেজল্যুশনের সিসি ক্যামেরা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই অবলোকন করেছেন দীর্ঘ ৬৫ কিলোমিটার দূরের ভালুকা মডেল থানাসহ সেখানকার মহাসড়ক এলাকার চিহ্ন। মন্ত্রীর চোখের সামনে সিসি ক্যামেরার পর্দায় ভেসে ওঠে তার গাড়িবহরের থানা পেরিয়ে যাওয়ার দৃশ্য। মহাসড়কে প্রাণহানি ঘটিয়ে ঘাতক চালকের দ্রুত বাস নিয়ে চম্পট দেওয়ার দৃশ্য। দুর্ঘটনায় আহত-নিহতের স্ত্রী ও সন্তানদের আর্তনাদ, আহাজারি। প্রতিবাদে স্থানীয়দের দেওয়া আগুনে বাসসহ যাত্রীবাহী পরিবহন পোড়ার দৃশ্যও জেলা পুলিশের মিডিয়া সেন্টারে বসে সিসি টিভির পর্দায় স্পষ্ট দেখেন মন্ত্রী আসাদুজ্জামান কামাল। লন্ডন শহরের আদলে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় এনে মহাসড়ক ও পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোকে সিসি ক্যামেরার নজরদারিতে যুক্ত করা বাংলাদেশে এই প্রথম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads