ময়মনসিংহে সেনাবাহিনীর কম্বল বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ময়মনসিংহে সেনাবাহিনীর কম্বল বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৯

সারা দেশের ন্যায় ময়মনসিংহে গরীব, দুস্থ ও অসহায় তিন হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন সেনাবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড। হাড় কাঁপানো এ শীতে কম্বল পেয়ে এই শীতার্তদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চুরখাই এলাকায় চিকিৎসা সেবার উদ্বোধন ও কম্বল বিতরণ করেন সদর দফতর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এসময় বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লা আল হারুন কর্ণেল জাহেদ কামাল, লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসানসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমে সর্বমােট ৩ হাজার কম্বল বিতরণের পাশাপাশি গরীব-অসহায় ২২৫০ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সাথে স্থাপিত ভেটেরিনারি ক্যাম্পে গরু মহিষ, ছাগল, এবং হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সদর দফতর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং অর্ডন্যান্স সেন্টার ও স্কুল, আর্মি মেডিক্যাল সেন্টার ও স্কুল, আরভিএন্ডএফ ও সদর দফতর ৪০৩ ব্যাটেল গ্রুপের ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads