ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

অদক্ষ জনবল ও মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে পরিচালনা করায় ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ জুলাই, ২০১৮

অদক্ষ জনবল ও মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে পরিচালিত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। রোববার সকালে শুরু হওয়া অভিযান চলে বিকেল তিনটা পর্যন্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, র‌্যাবের সাথে অভিযানে সহযোগিতা দিচ্ছেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান প্রমুখ। তারা হাসপাতালের ল্যাবে ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। এসময় অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নবায়ন করা হয়নি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্র্রেট। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ১৫ দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ত্রুটি-অনিয়ম সংশোধনের নির্দেশ দেন ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে, শিশু রাইফা মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় শনিবার ডা. দেবাশীষ সেনগুপ্তকে চাকরি থেকে অব্যাহতি এবং চিকিৎসক শুভ্র দেবকে নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৯ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় ম্যাক্স হাসপাতালে মারা যায় সাংবাদিক কন্যা শিশু রাফিদা খান রাইফা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads