ছবি: সংরক্ষিত

আমদানি-রফতানি

মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

শুরু হলো ১১তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, চতুর্থ বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ও তৃতীয় ইন্টারন্যাশনাল হেল‌থ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো। আন্তর্জাতিক আয়োজক কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড সেমস গ্লোবালের আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ মেলা চলবে আগামীকাল পর্যন্ত।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আইসিসিবিতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা বেগম; এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী; সেমস গ্লোবাল-ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের গ্রুপ প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম এবং সেমস বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম।

প্রায় ১৭০টি স্টলে সাজানো এই আন্তর্জাতিক প্রদর্শনীতে থাকছে মেডিকেল, সার্জিক্যাল, হেল‌থ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইক্যুইপমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল ইক্যুইপমেন্টের বিশাল সমাহার। এ ছাড়া হেল‌থ ট্যুরিজম ও সার্ভিস উপকরণের জন্য থাকছে বিশেষ আয়োজন। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বাংলাদেশ, চীন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, কোরিয়া, কানাডা, তাইওয়ান, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক ও আমেরিকা এই ১৮টি দেশের ১২০টি কোম্পানি অংশগ্রহণ করছে।

প্রদর্শনীর ব্রডকাস্ট পার্টনার ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, রেডিও পার্টনার জাগো রেডিও, মিডিয়া পার্টনার ডেইলি স্টার ও সমকাল, কমিউনিটি পার্টনার ফিজিওনিউজ ২৪ ডটকম, ম্যাগাজিন পার্টনার ফিনটেক, মিডিয়া মনিটরিং পার্টনার রায়েন্স আর্কাইভ, ক্রিয়েটিভ পার্টনার মার্কেট এজ, আইটি পার্টনার আমার টেক এবং রিসার্চ পার্টনার এট আর্থ।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads