মৃত মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাবেন মা-বাবা

অনলাইনে সন্তানরা কাদের সঙ্গে কথা বলেছে মা-বাবা তা জানার অধিকার রাখেন

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

মৃত মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাবেন মা-বাবা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০১৮

মারা যাওয়ার পর মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট মা-বাবা পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন জার্মানির সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্ট অব জাস্টিস (বিজিএইচ)। অনলাইন ডাটাকে ব্যক্তিগত ডায়রি বা চিঠির মতো বিবেচনা করে তা উত্তরাধিকারদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। আর তাই উত্তরাধিকার আইনের অধীনেই আদালত এ রায় দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

এ বিষয়ে বিজিএইচের বিচারক উলরিশ গারমান বলেন, সাধারণত কেউ মারা গেলে আইনি উত্তরাধিকারী অনুযায়ী মৃতের ব্যক্তিগত ডায়রি আর পত্র তার উত্তরাধিকারদের কাছে হস্তান্তর করা হয়। তাই এ ডিজিটাল ডাটাকে আলাদাভাবে দেখার কোনো কারণ নেই। অনলাইনে সন্তানরা কাদের সঙ্গে কথা বলেছে মা-বাবা তা জানারও অধিকার রাখেন বলে জানান আদালত।

মামলার বিষয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর বয়সী এক কিশোরী ২০১২ সালে ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেলে তার মৃত্যুর কারণ জানতে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চান নিহতের মা-বাবা। কিন্তু নিজেদের গোপনীয়তা আইনের বিষয়ে উদ্বেগ জানিয়ে মা-বাবাকে ওই অ্যাকাউন্টে প্রবেশাধিকার দিতে রাজি হয়নি ফেসবুক। কারণ, ফেসবুকের বর্তমান নীতিমালা অনুযায়ী কোনো ব্যবহারকারী মারা গেলে নিহতের অ্যাকাউন্টটি অনলাইন রেখে ‘রিমেম্বারিং’ করে দেওয়া বা তা পুরোপুরি মুছে ফেলতে তার আত্মীয়দেরকে আংশিক প্রবেশাধিকার দেয় ফেসবুক।

এই প্রবেশাধিকার দাবি করে ২০১৫ সালে জার্মানির এক নিম্ন আদালতে মামলা করেছিলেন ওই মা-বাবা এবং তাদের পক্ষেই রায় দিয়েছিলেন আদালত। কিন্তু ২০১৭ সালে এক আপিল আদালত ফেসবুকের পক্ষে রায় দিলে পুরো চিত্রই বদলে যায়। রায়ে বলা হয়, ওই কিশোরীর মৃত্যুর সঙ্গে ফেসবুক ও তার মধ্যে থাকা সব ধরনের চুক্তি বাতিল হয়ে গেছে আর এই অ্যাকাউন্ট তার মা-বাবার কাছে দেওয়া যাবে না। পরে কিশোরীর মা-বাবা জার্মানির সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্ট অব জাস্টিসের দ্বারস্থ হলে এই অ্যাকাউন্টে প্রবেশাধিকারের পক্ষে রায় পেয়ে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads