এবার বৈশাখের দিন যত যাচ্ছে ততই বাড়ছে ঝড়-বৃষ্টির দাপট। প্রায় প্রতিদিনই কালো মেঘে আকাশ ঢেকে ব্যাপক মাত্রায় ঝড় হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও না কোথাও। সেই সঙ্গে হচ্ছে বজ্রপাত আর শিলাবৃষ্টিও। আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ায় বজ্রপাতের ঘটনা বাড়ছে। বজ্রপাতকে এ বছর দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এবারে এ দুর্যোগে মৃত্যুর সংখ্যাও বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে সাবেক এক ইউপি সদস্য ও নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সাতক্ষীরা : জেলার শ্যামনগরে বজ্রপাতে আশরাফ হোসেন (২৮) ও আমিনুর রহমান (১৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন। উপজেলার কাশিমাড়ি ও গাঙআটি গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন কাশিমাড়ি গ্রামের আবদুল মাজেদের ছেলে। গাঙআটির আবদুস ছাত্তার শেখের ছেলে আমিনুর রহমান। আহতরা হলেন- মিজানুর রহমান ও আক্তারুল ইসলাম।
মানিকগঞ্জ : জেলার সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন— উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত তোয়াজের ছেলে মো. তারুন ওরফে মাতাল (৫৫) ও মো. জব্বর আলীর ছেলে মো. সেলিম (৩২)। বুধবার সকালে মাঠে ঘাস কাটতে গিয়ে তারা নিখোঁজ হন। রাত ১০টার দিকে তাদের মরদেহ খুঁজে পাওয়া যায়।
হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বাড়ির আঙিনায় রান্না করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় উপজেলার সুজাতপুর ইউনিয়নের সতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে স্কুলছাত্রী তারিন (১৫)। সে সুজাতপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। অপরদিকে, একই উপজেলার দৌলতপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান ওই গ্রামের বাসিন্দা শ্রমিক মিজানুর রহমান (৫২)।
নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে ফিরোজ হোসেন (৩৩) নামে শ্রমিকের। দুপুর ১২টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ফিরোজের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি মাজাহার হোসেন।
মেহেরপুর : মাঠে কাজ করতে গিয়ে মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে হেলু জোয়ার্দার (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের নবীন জোয়ার্দারের ছেলে। এ ছাড়া একই ঘটনায় উপজেলার মোহাম্মদপুর, কসবা ও মটমুড়া গ্রামে আরো ছয়জন আহত হয়েছেন। তারা হলেন— রূপা খাতুন, ছিয়ামাত আলী, মুন্না মিয়া, সোহেল ও সহিদুল ইসলাম।
কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বজ্রপাতে মো. ইসহাক মিয়া (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নে নিজ গ্রাম বায়রায় বাড়ির পাশের পুকুরে কচুরিপানা অপসারণ করতে গিয়ে তিনি বজ্রাঘাতের শিকার হন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ওসি, ইউনিয়নের চেয়ারম্যান ও হতাহতদের স্বজনরা।