মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

সংগৃহীত ছবি

জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২০

করোনা পরিস্থিতি বিবেচনায় ২২-২৩ মার্চ মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে।

আজ শনিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক আদেশে এ অধিবেশন স্থগিত করেন।

এর আগে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান জানিয়েছিলেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় অধিবেশন স্থগিত হতে পারে।

রোববার (২২ মার্চ) এ অধিবেশন শুরু হয়ে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত চলার কথা ছিল। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের এ বিশেষ অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনের ওপর সাধারণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদ।

এছাড়া কার্যপ্রণালী বিধির ১৪৭-এর আওতায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেয়ার কথা ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads