সম্ভ্রান্ত মিয়াবাড়ির একমাত্র বংশধর মিয়ার বেটা। ডাকনাম বাদল। তার কাজ হচ্ছে দুর্নীতিবাজ অন্যায়কারী ও প্রতারণাকারীকে উচিত শিক্ষা দেওয়া। তার মাধ্যমে এক আদর্শ গ্রামীণ জীবনের প্রাণবন্ত রূপ ফুটে ‘মিয়ার বেটা’ নাটকে।
নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বিপরীতে রয়েছেন সালহা খানম নাদিয়া।
সম্প্রতি ঈদের জন্য নির্মিত ৭ পর্বের ধারাবাহিকটির শুটিং শেষ হয়েছে পূবাইলে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন সোহেল রানা ইমন।
নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সুদীপ দে, বড়দা মিঠু, জামিলসহ আরো অনেকে।
নাটকের গল্প সম্পর্কে নাদিয়া বলেন, হাসি, আনন্দ, উত্তেজনা ও বুদ্ধিমিশ্রিত উচিত শিক্ষার মাধ্যমে গ্রামের বিভিন্ন বিচিত্র সামাজিক সমস্যা যেমন ইভ টিজিং, চুরি ডাকাতিসহ নানা বিষয়ের সমাধান করে মিয়ার বেটা। দারুণ এক গল্প। দর্শকরা পছন্দ করবেন আশা করি।
পরিচালক সোহেল রানা ইমন বলেন, নাটকের গল্পটি ভিন্নধর্মী ও চমকপ্রদ। তাই নির্মাণে আগ্রহী হয়েছি। আসছে ঈদে যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে দর্শক ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটকটি দেখতে পাবেন।’