যুক্তরাষ্ট্র

মিয়ামির ১২ তলা ভবনধসে এখনও নিখোঁজ ৯৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জুন, ২০২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার মিয়ামির মেয়র এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চলছে উদ্ধার অভিযান। নিখোঁজদের মধ্যে প্যারাগুয়ের ফার্স্ট লেডির বোন, বোন জামাই ও তাদের তিন সন্তান রয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ে কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে অনেকেই লাতিন আমেরিকার অভিবাসী বলে জানিয়েছে তাদের কনস্যুলেট। এছাড়াও ১০২ জন নিরাপদে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জীবিত উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে। তবে ওই ভবনটিতে ঠিক কতজনের বসবাস ছিল তা এখনও জানা যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শহরের উত্তরাঞ্চলে এ ভবনধসের ঘটনা ঘটে। ১৯৮০ সালে তৈরি করা ১২-তলা আবাসিক ভবনের ১৩০ ইউনিটের অর্ধেক অংশ ধসে যায়। ভবনটি ধ্বংসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads