মিরসরাইয়ে দুই ট্রাক সংঘর্ষ : চালক ও হেলপার নিহত

মিরসরাইয়ে দুই ট্রাক সংঘর্ষ : চালক ও হেলপার নিহত

প্রতীকী ছবি

দুর্ঘটনা

মিরসরাইয়ে দুই ট্রাক সংঘর্ষ : চালক ও হেলপার নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

মিরসরাইয়ে দুইটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের মাজারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল ঘটনার সত্যতা নিশি্চত করেন।

নিহতরা হলেন-ট্রাকচালক দেদারুল ইসলাম (৪০) ও ট্রাকের হেলপার রাশেদ ইসলাম (৪২)।
জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায়।
সোহেল সরকার বলেন, বড়তাকিয়া বাজারে একটি বালু ভর্তি ট্রাক দাঁড়ানো ছিল। ট্রাকের পিছনে চালক ও হেলপার দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় অন্য একটি ট্রাক তাদের দাঁড়ানো ট্রাককে ধাক্কা দেয়। এতে হেলাপার রাশেদ ঘটনাস্থলেই মারা যান এবং চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads