মিউজিক ক্লাবে আঁখি আলমগীর

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মিউজিক ক্লাবে আঁখি আলমগীর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩ অক্টোবর, ২০১৮

গীতিকবি খোশনূরের গান গাইবেন আঁখি আলমগীর। ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ আয়োজনে গাইবেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে আরো গাইবেন সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, মৌটুসী ও পলাশ।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। অতিথিরা দর্শকের অনুরোধের গান পরিবেশন করবেন। সঙ্গে জানাবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা।

‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব। আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রসঙ্গে প্রযোজক বলেন, গীতিকবি খোশনূর আমাদের সঙ্গীতাঙ্গনে অনন্য অবদান রেখেছেন। তাকে ঘিরেই মিউজিক ক্লাবের আজকের পর্বটি পরিকল্পনা করা হয়েছে। আশা করছি শিল্পীদের গাওয়া গানগুলো দর্শকের কাছে উপভোগ্য হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads