মায়ের কোলে চড়ে ঢাবিতে পরীক্ষা দিতে আসা হৃদয় উত্তীর্ণ

ছেলেটির নাম হৃদয় সরকার

সংগৃহীত ছবি

ফিচার

মায়ের কোলে চড়ে ঢাবিতে পরীক্ষা দিতে আসা হৃদয় উত্তীর্ণ

  • ক্যাম্পাস-ক্যারিয়ার ডেস্ক
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৮

মায়ের অসাধারণ ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার সঙ্গে কারো ভালোবাসার কখনই তুলনা হয় না। মায়ের সন্তান যদি অক্ষম বা প্রতিবন্ধীও হয়, তবু মায়ের কাছে তার সন্তান অনেক দামি। চিরঞ্জীব এই কথাগুলো আবারো ফুটে উঠেছে একটি ছবিতে। ২১ সেপ্টেম্বর মায়ের কোলে চড়ে ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ছবিটি ফেসবুকে শেয়ার করে এই সংগ্রামী মাকে স্যালুট জানান অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে খুব সহজে ছড়িয়ে পড়ে ছবিটি। ভাইরাল ছবির সেই ছেলেটির নাম হৃদয় সরকার।

তিনি খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৭৪০তম হয়েছেন। ভর্তির সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মায়ের স্বপ্নপূরণ করেছেন। জানা গেছে হূদয়ের বাড়ি নেত্রকোনায়। হূদয়ের পায়ে সমস্যা থাকায় তিনি হাঁটতে পারেন না। এ ছাড়া তার হাতের আঙুলগুলোও স্বাভাবিক নয়। তাই মা ছেলেকে কোলে করে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। ঢাবির এক শিক্ষার্থী ছবিটি ফেসবুকে পোস্ট করেন।

নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সূত্র থেকে জানা যায়, ছোটবেলা থেকেই মায়ের কোলে চড়ে স্কুল-কলেজে আসা যাওয়া করতেন হূদয়। শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার না-মানা হূদয় ও তার সংগ্রামী মায়ের জন্য শুভকামনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads