দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কনিষ্ঠ কন্যা জিন্দজি ম্যান্ডেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়।
তিনি ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
সরকারি সম্প্রচার কেন্দ্র এসএবিসি পরিবেশিত খবরে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং অদম্য সংগ্রামী উইনি মদিকিজেলার ৫৯ বছর বয়সী কন্যা আজ ভোরে জোহানেসবার্গের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।