গাজীপুরের শ্রীপুরে রাতে টহলরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত সেই পুলিশ কর্মকর্তা (এসআই) আবদুর রহমান (৪৫) হাসপাতালে মারা গেছেন। দুই দিন চিকিৎসার পর গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার রাতে মাওনা ফ্লাইওভারের দক্ষিন পাশে দুর্ঘটনায় পড়ে তাদের বহনকারী লেগুনাটি। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত এসআই আবদুর রহমানের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পুনাইল সাখউয়া বাজার এলাকায়। মাত্র এক মাস আগেই তিনি শ্রীপুর থানায় যোগদান করেন।
প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানান শনিবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টহল চলছিল। এ সময় কয়েকজন পুলিশ সদস্য নিয়ে একটি লেগুনা দিয়ে মাওনা চৌরাস্তার দিকে আসছিল আবদুর রহমান। এ সময় পুলিশ বহনকারী লেগুনার চালক একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে লেগুনার সামনে বসে থাকা এসআই আবদুর রহমান গুরুতর আঘাত পান। এ সময় লেগুনাটিও দুমড়ে মুচড়ে যায়।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পুলিশের অন্য সদস্যের প্রাথমিক চিকিৎসা করা হয়। এ সময় আহত আবদুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) রেফার করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।