এস.এম.নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(১৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রসাশক রেহেনা আকতার।
দিবসটি উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, কালোব্যাজ ধারণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, গণভোজ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।