এস.এস নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবরেট ২০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান অভিযান চালিয়ে মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের মো. সোলাইমান আলী, গোলড়া চরখণ্ড গ্রামের মো. আলমগীর হোসেন, সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামের আল ইসলাম ও মাসুদ রানা। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন,মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালায় ডিবি। অভিযানে ২০০ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।’ তিনি আরো জানান,এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।’





