মাদকসেবীর ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত

নওগাঁর ধামইরহাটে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান নিহত

সংগৃহীত ছবি

অপরাধ

মাদকসেবীর ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত

ঘাতকের বাড়ি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই, ২০১৮

নওগাঁর ধামইরহাটে ছুরিকাঘাতে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান বাবু (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাবুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী খুনির বাড়িঘরে আগুন দিয়েছে। এ ঘটনায় ঘাতকসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মশিউর রহমান উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর গ্রামের দক্ষিণপাড়ার আলহাজ ফয়েজ উদ্দিনের ছেলে। আটক রাজা মিয়া একই গ্রামের আবদুল হামিদের ছেলে। সোমবার বিকাল ৪টার দিকে আড়ানগর গ্রামের স্কুলগেটের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার আড়ানগর দক্ষিণপাড়া (রিফুজিপাড়া) গ্রামের আলহাজ ফয়েজ উদ্দিনের ছেলে মশিউর রহমান বাবু একই গ্রামের আড়ানগর উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় যান। এ সময় একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে রাজা মিয়া (২৫) ও তার সঙ্গীরা মশিউর রহমান বাবুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির একপর্যায়ে রাজা মিয়া ও তার সঙ্গীরা মশিউর রহমান বাবুকে ধারালো চাকু দিয়ে পেট ও বুকে আঘাত করে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মশিউর রহমান বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এদিকে বাবুর মৃত্যুর খবর তার নিজ গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা সন্ত্রাসী ও মাদকসেবী খুনি রাজা মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পত্নীতলা ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে আড়ানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী কমল বলেন, নিহত মশিউর রহমান বাবু এলাকায় একজন ন্যায়পরায়ণ প্রতিবাদী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আটককৃত ইউসুফ আলীর সঙ্গে ওই গ্রামের এক অসহায় মানুষের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। বাবু ন্যায় এবং ওই অসহায় ব্যক্তির পক্ষাবলম্বন করায় ইউসুফ আলী তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। নিহত মশিউর রহমান বাবু আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads