মাইকেলের মৃত্যুর নয় বছর পূর্তি

প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

মাইকেলের মৃত্যুর নয় বছর পূর্তি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুন, ২০১৮

জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের মৃত্যুর ৯ বছর পূর্ণ হলো। ‘দ্য কিং অব পপ’খ্যাত মাইকেল জ্যাকসন চিরবিদায় নেন ২৫ জুন। পপসঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল তার হাত ধরেই। মাত্র পাঁচ বছর বয়সেই গানের সঙ্গে সখ্য তৈরি হয় তার। ষাট দশকে চার ভাইকে নিয়ে গঠিত ‘দ্য জ্যাকসন ফাইভ’ সঙ্গীতগোষ্ঠী পেয়েছিল আন্তর্জাতিক খ্যাতি। আর মাইকেল ছিলেন এই দলের প্রধান গায়ক।

১৯৭১ সালে মাত্র ১৩ বছর বয়সে একক ক্যারিয়ার শুরু করেন মাইকেল জ্যাকসন। ক্যারিয়ারে বেশকিছু হিট অ্যালবাম রয়েছে তার। তাকে মূলত তারকাখ্যাতি এনে দেয় ১৯৮২ সালের ‘থ্রিলার’ অ্যালবামটি। আর এই অ্যালবামের ব্যবসায়িক সাফল্য এক নতুন রেকর্ড সৃষ্টি করে।

সঙ্গীতের পাশাপাশি নৃত্য পরিবেশনায় তার এক নতুন আঙ্গিকের অসামান্য কলাকৌশলে মুগ্ধ হয়েছিলেন অসংখ্য শ্রোতা-দর্শক। তিনিই একমাত্র পপ ও রক অ্যান্ড রোল সঙ্গীতশিল্পী যিনি ‘ড্যান্স হল অব ফেম’-এ ভূষিত হন।

১৯৫৮ সালের ২৯ আগস্ট ইন্ডিয়ানার গ্যারি শহরে এক আফ্রো-আমেরিকান পরিবারে তার জন্ম। ২০০৯ সালের ২৫ জুন হূদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে লস এঞ্জেলেসে মৃত্যুর কোলে ঢলে পড়েন পপসম্রাট মাইকেল জ্যাকসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads